ধামইরহাটে এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সৌদি সরকার হতে প্রাপ্ত কুরবানির দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদরাসা ও এতিমখানায় এসব মাংস বিতরণ করে উপজেলা প্রশাসন।
১২ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় নওগাঁ জেলা প্রশাসন হতে বিভাজনকৃত ২০ কার্টুন দুম্বার মাংস ৮টি ইউনিয়নের ৪১টি মাদরাসা ও এতিমখানার মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনছুর আলী, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, পিড়লডাঙ্গা দারুল হিদায়ার পরিচালক ইনআমুল হক মাদানী, মাদরাসা পরিচালক আশরাফুল ইসলামসহ মাদরাসা ও এতিমখানার পরিচালক, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।