ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দিঘীনালায় হানিফ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 23, 2024 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের জামগাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর)  সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মো.হানিফ উপজেলার জামতলী হেডম্যান পাড়া  এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।
নিহতের সন্তানসম্ভবা স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) বলেন, ‘আমাদের কারো সাথে শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য ছিলেন। রোববার রাতে মাহফিলের উদ্দেশে বাসা থেকে বের হন হানিফ। রাতে আর বাসায় ফেরেননি। পরে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জাম গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে কাজ করে যাচ্ছে থানা পুলিশ।