রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত
স্টাফ রিপোর্টার:রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে ১২ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পবা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি কাজি নাজমুল ইসলাম (দৈনিক সোনালী সংবাদ), সাধারণ সম্পাদক সোহেল মাহাবুব (দৈনিক নতুন প্রভাত) এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির স্বপন (দৈনিক সানশাইন) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব (দৈনিক সানশাইন) ও জাহিদ হাসান পলাশ ( দৈনিক সোনার দেশ), যুগ্ম সম্পাদক মেসবাউল আলম দিনার (দৈনিক সংগ্রাম ও নতুন প্রভাত), অর্থ সম্পাদক- অসিত সাহা (উত্তর কন্ঠ), প্রচার সম্পাদক- মাহাবুল ইসলাম (দৈনিক সোনার দেশ ও ডেইলি বাংলাদেশ), দপ্তর সম্পাদক সবুজ ইসলাম (উত্তরা প্রতিদিন)।
এছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন মঈন উদ্দিন (দৈনিক আমারদেশ), ইউসুফ চৌধুরী (দৈনিক আমাদের রাজশাহী) ও জিয়াউল হক জিয়া (রাজশাহী সংবাদ)। মুল কমিটির প্রকাশের পূর্বে কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মুক্তিযুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।