বাঙ্গালহালিয়াতে মহান বিজয় দিবসে বিএনপির শুভযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ
মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃবিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে বাঙ্গালহালিয়া কলেজের শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাঙ্গালহালিয়া কলেজ হতে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়।
দীর্ঘ ১৭ বছর পরে ‘শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুড়ো বাঙ্গালহালিয়া বাজার।
শোভা যাত্রাটি বাঙ্গালহালিয়া বাজার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে বাজারের যাত্রীসাউনির সামনে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে,ইউনিয়ন সাধারণ সম্পাদক
মোঃআইয়ুব চৌধুরী সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা থোয়াইসুইখই চৌধুরী, বিশেষ অথিতি রাজস্হলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞো মারমা,সাবেক উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম,উপজেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক
সম্পাদক বাবলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মামুন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্না,শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন,মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম,কৃষক দলের সভাপতি হাফিজুল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।