ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিকদের হেনস্তা
ভূরুঙ্গামারী:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।
হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন:
এফ কে আশিক (দৈনিক নতুন সময়)
খালেদ হাসান (দৈনিক ঘোষণার)
মেছবাহুল আলম (একুশে সংবাদ ডটকম)
রবিউল ইসলাম লিটন (আলোকিত বাংলাদেশ)
আব্দুর রাজ্জাক কাজল (দৈনিক তালাশ টাইমস)
জানা গেছে, স্থানীয় বিএনপির (শাহিন শিকদার ও রানা গ্রুপ)দুটি গ্রুপের মধ্যে নেতৃত্বের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
হেনস্তার শিকার সাংবাদিকরা জানান, সংঘর্ষের খবর কাভার করতে গেলে তাদের উপর চড়াও বিএনপির কিছু কর্মী। তাদের ক্যামেরা ও সরঞ্জাম নষ্ট করার চেষ্টা করা হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।