সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগনেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইনের ইন্তেকাল
হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সহ দফতর সম্পাদক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—–রাজিউন)।
পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পরবর্তীতে ছাত্রলীগকে সংগঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন খ ম জাহাঙ্গীর হোসাইন।প্রিয় নেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইনের —-মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগনেতা এমএ করিম,আমেরিকা-বাংলাদেশ এ্যালাইয়েসের সভাপতি ও মুলধারার রাজনীতিক এমএ সালাম,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক হেলাল মাহমুদ,লেখক ও কবি এবিএম সালেহঊদদীন ,এনজেবিজিনিঊজ সম্পাদক মো: নাসির, বিবিএননিঊজ সম্পাদক সুহাস বডুয়া, আওয়ামী লীগ নেতা ওসমান গনি,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা ড: প্রদীপ রঞ্জন কর , বীর মুক্তি যোধা আব্দুল মুকিত চেীধুরী .বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু , বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বীর মুকতিযোধা সিরাজুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল , বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন , ছাদেকুল বদরুজ্জামান পান্না , এ্যড: শাহ মো: বখতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, এমএ করিম জাহাঙ্গীর, অধ্যাপিকা শাহনাজ মমতাজ, আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম
ইঞ্জি:মোহাম্মদ আলী সিদ্দিকী, হিন্দোল কাদির বাপ্পা , সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , সাংবাদিক হেলাল মাহমুদ,মোহাম্মদ ইলিয়ার রহমান,সুবল দেবনাথ, রমেশ নাথ, মেজবা আহমেদ, ফরিদ আলম, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, আশাফ মাসুক, জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন , মোল্লা মাসুদ, ইঞ্জি:মিজানুল হাসান, দেলোয়ার মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার ,ইঞ্জি: হাসান,মনজুর চৌধূরী,শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, মিজানুর চৌধূরীসহ প্রবাসের গণপমাধ্যমকর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।