ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ ছাএলীগের ৭৩তম প্রতিষ্ঠা-বার্ষিকী পালন করবে যুক্তরাস্ট্রে বসবাসরত ছাএলীগ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 931 বার

হাকিকুল ইসলাম খোকন : ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাএলীগের ৭৩ তম প্রতিষ্ঠা-বার্ষিকী। দিনটি উৎযাপন উপলক্ষে যুক্তরাস্ট্রে বসবাসরত বাংলাদেশ ছাএলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দের সমন্বয়ে এক সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ সক্রামনের কারনে সভাটি ভার্চুয়াল বিভিন্ন অনুষ্ঠানসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ছাএলীগের সাবেক ও বর্তমান নেতাকমীবৃন্দদের অনুষ্ঠানে অংশগ্রহন করার সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
তারিখ: ৪ঠা জানুয়ারী, ২০২১, সোমবার; সময়: সন্ধ্যা ৭ টা।

লিঙ্কঃ Zoom.com/signin: ID 9134115369 and PW: 298548
যোগাযোগঃ 929-431-5127; 917-251-0459; 917-547-7298; 718-440-4966; 917-858-8249; 315-758-3001; 347-575-3539; 718-300-8592