আইসিসির দশকসেরা দল দেখে শোয়েবের ক্ষোভ
খেলা ডেস্ক : তিন ফরম্যাটের দশকসেরা (১ জানুয়ারি ২০১১ থেকে ০৭ অক্টোবর ২০২০) রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তিন একাদশের একটিতেও জায়গা হয়নি পাকিস্তানের কোনও ক্রিকেটারের। এতে ক্ষেপেছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে আইসিসিকে ধুয়ে দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এ পেসার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় ধরে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষে থাকা বাবর আজমকে এই একাদশে না রাখায় ক্ষেপেছেন শোয়েব। এ একাদশটিকে তিনি আখ্যা দিয়েছেন আইপিএলের সেরা একাদশ হিসেবে।
যে কারণে কোনও পাকিস্তানি না রাখায় অবাক হননি শোয়েব। তার ভাষ্য, ‘তারা পাকিস্তান থেকে কোনও ক্রিকেটারকে এই একাদশে জায়গা দেয়নি। তোমাদের এই দশকসেরা টি-টোয়েন্টি দল আমাদের প্রয়োজন নেই। কারণ তোমরা আইপিএল দল ঘোষণা করেছ, কোনও বিশ্ব একাদশ নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আইসিসি সমভবত ভুলে গেছে যে পাকিস্তানও আইসিসির সদস্য দেশ এবং তারাও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। তারা বাবর আজমকে দলে নেয়নি। যে কি না আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান।’
এসময় আইসিসির নিত্যনতুন নিয়মাবলীর ব্যাপারেও নিজের উষ্মা প্রকাশ করেন শোয়েব। তার মতে, আইসিসি শুধুমাত্র টাকার কথাই ভাবে এখন। যে কারণে উদ্ভট সব নিয়ম সংযোজন করেছে ক্রিকেটে। আর এর ফলে এখন আর আগের মতো আগুনে বোলারের দেখা মেলে না বলে মনে করেন এ গতিতারকা।
শোয়েব বলেন, ‘আইসিসি শুধুমাত্র টাকা, স্পন্সরশিপ এবং টিভি রাইটসের কথা ভাবে। ওয়ানডে ক্রিকেটে তারা দুই নতুন বল এবং তিন পাওয়ার প্লে নিয়ম চালু করেছে। এখন কোথায় ডেনিস লিলি, জেফ থমসন, ওয়েস্ট ইন্ডিজের বিগ ফাইভ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরা? বিশ্বসেরা ফাস্ট বোলার, লেগস্পিনার কোথায় এখন?’
আরো যোগ করেন, ‘তাদের এখন পাওয়া যাবে না, কারণ আইসিসি ক্রিকেটকে অনেক বেশি বাণিজ্যিকীকরণ করেছে এবং অর্থ উপার্জনের জন্য ১০টি লিগের অনুমতি দিয়েছে। তারা এখন তিন বছরে দুইটি বিশ্বকাপ এবং লিগ দেখতে চায়। সত্তরের দশকের ক্রিকেটের সঙ্গে এখনের পার্থক্য অনেক। যদি কোনও শোয়েব বনাম শচিন লড়াই না দেখা যায়, তাহলে ক্রিকেট দেখার অর্থটা কী?’
তিনি এসময় আবার ফিরে সেরা একাদশের আলাপে এবং বলেন, ‘টি-টোয়েন্টিতে বাবর আজমের চেয়ে বড় খেলোয়াড় এখন নেই। সে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তার গড়ই প্রমাণ দেয় দেশের হয়ে কী করেছে। এটা খুবই বিব্রতকর। আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর তারা আইপিএল একাদশের বদলে বিশ্ব একাদশ ঘোষণার কথা ভাববে।’
আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল, অ্যারোন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।