ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধুনট বগুড়া, এমপি হাবিব কে নির্বাহী অফিসার এর বিজয়ী নিমন্ত্রণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 1:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 169 বার

মোঃ হেলাল উদ্দিন সরকার, বগুড়া প্রতিনিধি : মাত্র কয়েকটি ঘন্টা। তারপর সেই ঐতিহাসিক বিজয় দিবস – আমাদের প্রত্যাশিত গর্বিত বিজয়ীবেশে আনন্দের দিন। পুরো ধুনট জুড়ে সাজ সাজ রবরব। উপজেলা পরিষদের পুরোটাই ঢেলে সাজানোর চলছে ব্যস্ততা। নানা বাহারি রংয়ের লাইটের চাদরে ঢেকে দেয়ার কাজ পুরো উদ্যমে চলছে।

চলছে মুজিব চত্বর আকর্ষণীয় কনে সাজানোর মতন করে সযত্নে সাজানো। সম্পুর্ন কোরিওগ্রাফি এসেছে উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত এর অসাধারণ কর্মপরিকল্পনা থেকে। একটি মানসম্মত, সকলের গ্রহনযোগ্য, স্মরণীয় হয়ে থাকার মত, বিজয় দিবস উদযাপন -উপহার দিতে, উনি মানছেন কোন বাধা। শীতের এই কাঁপুনি তাকে কাঁপাতে না পেরে পালিয়ে চলে গেছেন শীতের দেশে। সকল সমস্যা, বাধা, শীত উপেক্ষা করে-বিজয় দিবসকে সাকসেসফুল করতে, উনি বিচরণ করছেন – অত্র এলাকার জাতীয় সংসদ সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। তারই নজর কারা এই অনুষ্ঠাণ আরোও একধাপ এগিয়ে নিতে, সাফল্য মণ্ডিত করতে জনাব নির্বাহী অফিসার এখন, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এর বাসভবনে – নিমন্ত্রণ প্রত্যাশায়। সাক্ষাত করতে। সাথে আছেন তার সহধর্মিণী,উপজেলা

পরিষদের চেয়ারম্যান খোকন ভাইয়ের সহধর্মিণী এবং উপজেলা ভূমি সহকারী কমিশনার কর্মকর্তার সহধর্মিণী। বিজয় দিবস এর এই পরিকল্পনা দেখে, ধুনটের একজন নেতা সুজন শেখ, ধুনটের আরেক নেতা বুলেট এর নিকট নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত সম্পর্কে কি বললেন – এখানে তা হুবহু তুলে ধরলাম- “ভাই,আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি,কি বলবো? আমার নিজ ব্যক্তি বয়সে বিগত প্রায় ১৯ জন ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা (U.N.O) দেখেছি, তাদের মধ্যে বর্তমান (U.N.O) মহোদয় শ্রদ্ধেয় জনাব~সঞ্জয় কুমার মহন্ত স্যার , আসলেই একজন সৎ, দক্ষ,চৌকস ও কর্তব্য পরায়ন অফিসার ।যিনি ভয়াবহ করোনা ও শীত’কে উপেক্ষা করে ধুনট-শেরপূরের মাননীয় এম.পি শ্রদ্ধাভাজন হাবিবর রহমান মহোদয়কে বিজয় দিবস অনুষ্ঠানের দাওয়াত দিতে গেছেন!পরিশেষে সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি”।