কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমামের মৃত্য
এম এ সালাম কাতার প্রতিনিধিঃ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ইমামের মৃত্যুর হয়েছে।
জানা যায়, রবিবার ফজরের নামাজে যাওয়ার পথে কাতারের মাতার কাদিম নুয়াইজা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি ইমাম হাফেজ মইজ উদ্দীন ভুঁইয়ার দেশের বাড়ী নরসিংদী জেলার রায়পুর থানার মরজাল গ্রামে।
মৃত্যুকালে তার বয়স ছিলো মাত্র ৩৫ বছর। তিনি কাতারের ধর্ম মন্ত্রণালয় ওজারাতুল আওকাফ এর ইমাম ও মুয়াজ্জিন ছিলেন।
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রবিউল ইসলাম বলেন কাতারের সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দেশে প্রেরণ করা হবে।