আশাশুনিতে চেয়ারম্যান ডালিমের বহিষ্কার ও গ্রেফতারের দাবীত মানববন্ধন
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবীত মানববন্ধন অনুষ্ঠিত হয়ছ। গতকাল (২ জানুয়ারি) বিকালে খাজরা ইউনিয়নের গদাইপুর বাজার মেইন সড়কে এ মানববন্ধনর আয়াজন করে খাজরা ইউনিয়ন আওয়ামীলীগও সহযোগী সংগঠন।
যুদ্ধাপরাধী রাজাকার মোজাহার উদ্দিনের পুত্র হত্যাসহ একাধিক মামলার আসামী, এলাকার ত্রাস, শাহ নেওয়াজ ডালিকে উপজলা আ’লীগের পদ ও দল থেকে বহিষ্কার, রাজাকারর তালিকা (স্রিয়াল নং ১২) থাকা মোজার উদ্দিনের নাম বাদ না যায় এবং ডালিমকে গ্রেফতারের দাবিত আয়াজিত মানববন্ধন চলাকাল বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগর সভাপতি সাবেক ইউপি চয়ারম্যান আলহাজ্ব রুহুল কুদ্দুছ মাল্যা, সাবেক মেম্বর ইসমাইল হোসেন, প্রভাষক জাকিরুল ইসলাম, মাসুদুর রহমান প্রিন্স প্রমুখ।
বক্তাগণ বলেন, চেয়ারম্যান ডালিম ৫টি বামা বিষ্ফোড়ন মামলা, ৩টি হত্যা-ধর্ষণ ও আগুন পুড়িয় মারা মামলা এবং একাধিক চাঁদাবাজী মামলার আসামী। তিনি ও তার পোষা স্ত্রাসীরা প্রতি বছর এলাকার ঘের মালিকদের থেকে ৫০ হাজার থেকে এক লক্ষ করে টাকা চাঁদা আদায় করে আসছে।
ইউনিয়নের উনয়ন প্রকল্পের টাকা ও সরকারি সহায়তার কোটি কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছে। তার ভাইরা সবাই বিএিনপি ও জামাতর নেতাকর্মী। তার অত্যাচার এলাকার মানুষ চরমভাবে অতিষ্ঠ হয়ে ও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তার লাঠিয়াল ও স্ত্রাসী বাহিনী প্রকাশ্যে নির্যাতন, চাঁদাবাজী, দাঙ্গা-হাঙ্গামা, লুটপাটের ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাসর রাজত্ব কায়েম করেছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান হওয়ায় তার কর্মকান্ড আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাহাড় পরিমান সুখ্যাতিক ম্লান কর দিয়েছে। বক্তাগণ অবিলম্বে অপরাধী ডালিমক গ্রেফতার, উপজেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার ও নৌকা প্রতীক না পেতে পারে সেব্যাপারে উর্দ্ধতন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন।