প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ,অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ,
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল ইসলাম শহীদ ঃঃ নগরীর ইপিজেড থানাধীন(তালতলাস্থ) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ”প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ (এডমিন প্যানেল)” কে শীতের কম্বল বুঝিয়ে দিয়েছেন স্কুলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ।
এস,এস,সি ব্যাচ ৯৪এর ছাত্র মোঃ সালাউদ্দিনের ব্যক্তিগত তহবিল হতে সহায়তা কৃত অসহায়-দুঃস্থ,শীতার্ত মানুষ কে শীতের কম্বল ম্যানেজিং কমিটি কে বুঝিয়ে দিলে তা
(১০জানুয়ারী) রোববার দুপুরে স্কুল মাঠে বিতরণের জন্য ”প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ (এডমিন প্যানেল)” প্রদান করে।
এসময় স্কুলের এডহক কমিটির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, প্রধান থেকে শীতের কম্বল প্রদান করেন। এসময় অভিভাবক সদস্য মোঃ নুরুল বশর, প্রধান শিক্ষক ও কমিটির সচিব মোঃ
ইসমাইল,শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃফজল করিম,সিনিয়রসহকারী শিক্ষক মোঃ ইয়াকুব আলী,গোলাম মহিউদ্দিন, ওসমান গনি,মুনিরুল আনোয়ার,ইলিয়াছ আলী,বাবু মিলন সরকার,প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের মোঃশামীম আহম্মদ, হোসেন বাবলা, সালাউদ্দিন রাজীব,
খোকন,রিয়াজ সহ এস.এস.সি ব্যাচ ৯৪ ,৯৭, ২০০০ ও ২০০৪ সালের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদানকৃত কম্বল ”প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ (এডমিন প্যানেল)”এর মাধ্যমে অসহায়-দুঃস্থ,শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে, বলে জানিয়েছেন।