কালিয়া উপজেলা পরিষদ নতুন ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি
মোঃহাচিবুর রহমান,কালিয়া,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেছেন নড়াইল ১ আসনের এমপি বিএম কবিরুল হক মুক্তি। রোববার সকাল ১১ টায় নাম ফলক উন্মোচনের মাধ্যমে তিনি নব নির্মিত ভবনটির উদ্বোধন করেছেন।
৬,১১,৫৩,৯০০.০০ টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট আধুনিক উপজেলা পরিষদ নির্মাণ করা হয়েছে।
ভবনটি নির্মাণের দায়িত্ব ছিল স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর(এল জি ই ডি)কালিয়া অফিস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও কালিয়া মো, নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. আবুবকর ছিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বশির আহম্মেদ. কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, আওয়ামী লীগ নেতা আব্দুল গফ্ফার, ছাত্রলীগ নেতা ইয়ামিন বিশ্বাস সহ অন্যান্যরা।
নতুন ভবন উদ্বোধন কালে কালে উপজেলা নির্বাহী মোঃ নাজমুল হুদা বলেন,
বর্তমানে আমরা যে অফিসে অফিস পরিচালনা করি এটা ঝুঁকিপূর্ণ এবং জায়গা সংকুলান না হওয়ায় অনেক সময় সমস্যায় পড়তে হয়।
নতুন ভবন অনেক বড় হওয়ায় একসঙ্গে অনেকগুলো অফিস একত্রে অনেক কাজ সহজ হবে বলে মনে করি।