গদ্য কবিতা — আফ্রোদিতি
শ্যামল ব্যানার্জী
০৬/০১/২০২১
লাল টিপ চেয়েছিলে
দিলেম তোমায় এনে আকাশের বুক চিড়ে, অস্ত মনির জ্বলন্ত অঙ্গার,
শৃঙ্গার করো যত খুসি, অন্ধকার ধূমায়িত হলে।
মহা প্রলয়ের মাঝে আমি আছি জেনো,
আর একবার সমুদ্র মন্থনে যেতে পারি, যদি ফরমাইশ করো।
এরপরও কিছু যদি থাকে, অগ্নি বলয়ে ঘিরো তাকে,
দাবানল হয়ে আমি অতিক্রম করে যাবো সহস্র ফণায় বিষ রেখে।
তুমি কি আমার আফ্রোদিতি, সেই সোনালি চিল,
মেঘ বালিকার এলো চুলের দমকা নিশ্বাস, উপসী রাত,
হিমবাহে উড়ে যাওয়া পথ ভ্রষ্ট নাগরিক
এসেছো আমার কাছে, উচ্ছিষ্ট ভগ্নাংশের অবশিষ্ট।
আর আমি নিজেকে খুঁজে পাই
গিরিখাতে, পাহাড় ডুবে যায় আগ্রাসী শরীর নিয়ে,
অন্ধকার পাজরের চোরাবালি জানে,
একাকী কালপুরুষ নির্লজ্জ উদাসীন,
প্রেম ভিক্ষা যাচে আফ্রোদিতি, তোমাকে পাবেনা জেনেও।
লাল টিপ চেয়েছিলে,
অগ্নি বিধৌত নগরীর প্রান্ত পথে তবে চলো,
সেখানেই সব আয়োজন আছে।
আমার রক্ত সঞ্চালিত লাল হয়ে ভেসে গেছে যে পথে,
আঁজলা ভরে নিও তাকে, কপোল প্রান্তে এঁকে দিও নুতন সূর্য,
বিধবার একাদশি সঙ্গহীন নির্জনে কেঁদে যায়
তাকে সাজিও নতুন ধারায়,
আমিও সেই যজ্ঞে সামিল হবো।