ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জ পৌরএলাকার বিভিন্ন স্থানে জেলী পেশকৃত চিংড়ি ও ঝাটকা জব্দ ও জরিমানা !

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 11:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে জেলি পুশকৃত চিংড়ি ও জাটকা জব্দ এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা।

সোমবার (১১ জানুয়ারিন-২০২১ খ্রিঃ) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরের বড় বাজার, চৌরাস্তা এবং কাঠের পুল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ৩০ কেজি জেলি পুশকৃত চিংড়ি এবং ২ কেজি জাটকা আটক করা হয়। মোবাইল কোর্টে আটককৃত জেলি পুশকৃত চিংড়ি বিক্রেতা ৩ জনকে মোট ১১,৫০০/- এবং জাটকা বিক্রেতাকে ২০০০/- সহ সর্বমোট ১৩,৫০০/- জরিমানা করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় আটককৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংশ করে মাটিতে পুতে ফেলা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সিরাজগঞ্জ সদর। এসি (ল্যান্ড) অফিস, মৎস্য দপ্তর ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কর্মকর্তা, কর্মচারীগন উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।