সি, ইপিজেড বন্দরটিলা এলাকার ফুটপাত যেন সাপ্তাহিক হাট.
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার:-সাপ্তাহিক শুক্রবার বন্দরটিলা এলাকার ফুটপাত যেন হলিডে হাটে রূপ ন্যায় যার বাস্তব চিত্র আজকের বিকেল বেলার এই দৃশ্যটি। শাহপ্লাজার সামনে ইলেকট্টনিক্স মার্কেট বন্ধ থাকায় প্রতিনিয়তই ভাসমান হকার ছকি,কাঠ-তক্তা বসিয়ে দিব্য ব্যবসা করেই যাচ্ছে।
এক দিকে ক্ষুদে -অসহায় ব্যবসায়ীরা উপকৃত হলেও অন্যদিকে পথচারী,নারী শ্রমিক,সাধারণ জন-সাধারণ নিদারুণ কষ্ট পাচ্ছে স্বচ্ছভাবে পথ চলতে। লোক মারপতে জানা যাই, কিছু কুচক্রি মহলের ইন্দনে প্রতিনিয়ত অনৈতিক সুবিধা নিয়ে এই সাপ্তাহিক হাট(হলি ডে-মার্কেট) বসাচ্ছেন ।
পুলিশ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তারা বিষয়টি দ্রুত পদক্ষেপ নিলে হকার মুক্ত হবে কর্মব্যস্ত সিইপিজেড এলাকা। ছবির দৃশ্যটি আজ শুক্রবার বিকেল সাড়ে পাচঁটার সময় নেওয়া।