ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গুম হওয়া ড্রাইভার কাওছারের মায়ের মৃত্যু – স্বজনহারা পরিবারসহ বিভিন্ন মহলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 8:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 229 বার

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাতা :
২০১৩ সালের ৬ ডিসেম্বর, শাহীনবাগের সাজেদুল ইসলাম সুমনসহ ৮ জন গুম হয়ে যায়,তার মধ্যে ড্রাইভার কাওছার ছিল। কাওছারের গুম হওয়ার পর, ছেলেকে খুঁজে পাওয়ার জন্য তার মা কমলা বেগম বিভিন্ন জায়গায় ছুটেছেন, কাঁদতে কাঁদতে বলেছেন, ” আমার ছেলেকে ফিরিয়ে দিন “।

কেউ তার কথা রাখেনি বা শুনেনি। ছেলেকে ফিরে না পাওয়ার কষ্ট যন্ত্রণা, দুঃখ নিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ছেলের বন্ধু আর পরিজনদের সামনে দাঁড়িয়ে আর কাঁদতে কাঁদতে বলবেন না, ” তোমরা কি কাওছারের খবর জানো?”
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, কাওছারের মেয়ে লামিয়া আক্তার মীম ও স্ত্রী মিনু আক্তার।

কাওছারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, স্বজনহারা পরিবারের সংগঠন ” মায়ের ডাক” এর সমন্বয়কারী আফরোজা ইসলাম আঁখি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগাঠনিক সম্পাদক লায়ন আল- আমিন। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, ” দুঃখভরা কষ্ট নিয়ে আর একজন অসহায় মা গুম হওয়া সন্তানকে না দেখেই না ফেরার দেশে চলে গেলেন।।

স্বজনহারা অনেক মা – বাবা তাদের সন্তানদের না পেয়ে মৃত্যুর প্রহর গুনছে।” নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৪ ই জানুয়ারি, ২০২১ বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় নেত্রকোনা জেলার, মোহনগঞ্জ উপজেলার মানদাওরা গ্রামে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৫ ই জানুয়ারি সকালে মরহুমার নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।