ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সত্যিই, কী বিচিত্র আমাদের বাংলাদেশের মানুষ- কী অদ্ভূত, কী অবিশ্বাস্য প্রকৃতির মানুষ আমরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 1:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

মো: নাসির নিউ জার্সি, আমেরিকা থেকে : ৯০ ভাগ মুসলিমের দেশ প্রিয় বাংলাদেশে শতকরা ৯৯ ভাগ খাবারে ভেজাল, এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ্বও করে, সুদও খায়, ঘুষও খায় আবার খাবারে বিষও মিশায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেছেন আর্দশ ও নীতি না থাকলে কখনও নেতা হওয়া যায় না। ত্রখন আমার ? কতজন আপনি পাবেন আর্দশ ও নীতিবান , দুর্নীতিমুক্ত বাংলাদেশে ।যদি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যাবে। এটা নিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশে কয়েকজন দুর্নীতিমুক্ত মানুষ পাবেন ,যেখানে ৯৫% মানুষ দুর্নীতি পরায়ন । আমি মনে করি -বেঁচে থাকার জন্য টাকা দরকার আছে এটা ঠিক তবে আমার এক টাকাও হারাম কিংবা অবৈধ টাকার দরকার নেই।

আমার শেষ নিশ্বাসের আগেও যেন এক টাকা হারাম খেতে না হয় আল্লাহর কাছে এটাই আমার চাওয়া । মানুষের মনের কথা বলেছেন শেখ হাসিনা ত্ররা নামজ পড়বে -এখনও তারাই ঘুষ খাবে, দুর্নীতি করবে, সবকিছু করবে। আবার হালাল মাংসও খুঁজবে। এটাই তো ওদের চরিত্র।আমি মনে করি জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন,জীবন আপনার ততই শান্তিময় হবে ।