ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 7:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট জেলার, মোংলায় ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড।

বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মোংলার দিগরাজ বাজার ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা ও ১ টি মোবাইল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যাক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে। তার নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে।

আটককৃত ব্যক্তি দিগরাজ এলাকার মোঃ ইব্রাহীমের ছেলে মাহাদী আমিন (৩৪)। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ী কে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড, কোস্টগার্ড আরো জানায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।