ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে,সকল গনমাধ্যমদের,নববর্ষের শুভেচ্ছা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 31, 2024 - 3:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

বিশেষ প্রতিনিধিঃসাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাংলাদেশের সকল জেলার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, ইউটিউবার, বøগার ও বিভিন্ন পদ পদবিতে নিয়োজিত সাংবাদিকগন, সম্পাদক, সহকারী-সম্পাদক, বার্তা সম্পাদক, এডিটর ইন চিফ/প্রধান নিউজ এডিটর/ হেড অফ নিউজ/ নিউজ এডিটর/ চিফ রিপোর্টার/ কালচার এডিটর/ অ্যাসাইনমেন্ট এডিটর/ মার্কেটিং প্রধান/ অনলাইন ইনচার্জসহ সকলকে নববর্ষের শুভে”ছা ও অভিনন্দন।

সাংবাদিকরা সমাজের দর্পণ। কিš‘, দায়িত্বপালন করতে গিয়ে তারা প্রায়ই আর্থিক সংকট, ঝুঁকি, এবং চাপের মুখোমুখি হন। সাংবাদিক সহায়তা কেন্দ্র গড়ে তোলার প্রধান উদ্দেশ্য হলো সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। সং¯’াটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বে”ছাসেবী সাংবাদিকদের সাংবাদিকরা সমাজের দর্পণ। কিš‘, দায়িত্বপালন করতে গিয়ে তারা প্রায়ই আর্থিক সংকট, ঝুঁকি, এবং চাপের মুখোমুখি হন। সাংবাদিক সহায়তা কেন্দ্র গড়ে তোলার প্রধান উদ্দেশ্য হলো সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা।

সং¯’াটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বে”ছাসেবী সাংবাদিকদের কল্যাণমূলক প্রতিষ্ঠান মোতাবেক সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের উন্নয়ন মূলক ও মানব হিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে সাংবাদিক কর্মজীবি পশ্চাদপদ ও অনগ্রসর সাংবাদিকের আর্থ-সামাজিক, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন সহ বহুমুখী আয় বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকদের উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করতে সং¯’াটি প্রতিশ্রæতিবদ্ধ।
দীর্ঘ মেয়াদি পরিকল্পনাঃ

১)) প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে দক্ষতা বৃদ্ধি করে স্বনির্ভর করা। প্রতিটি জেলার অফিস গুলোতে সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যব¯’া করা।

২)) কোন সাংবাদিক মারা গেলে তার লাশ তার বাড়িতে পাঠানো, পরিবার দরিদ্র হলে দাফন কাফনের ব্যব¯’া করা। তার
পরিবারকে ন্যূনতম অনুদান প্রদান করা। তার সস্তানদের পড়া লেখার ব্যব¯’া করা।
৩)) সাংবাদিকদের আবাসন প্রকল্পের সুবিধা গ্রহণ। নিম্ন আয়ের সাংবাদিকদের ফ্ল্যাট প্লট কিস্তির মাধ্যমে অর্থ প্রদানের ব্যব¯’া করা।
৪)) প্রতিটি জেলার সাংবাদিকদের জন্য অন্তত একটা করে হাসপাতালের ব্যব¯’া করা। (সাংবাদিকদের পরিবার ফ্রি চিকিৎসার ব্যব¯’া করা। )

৫)) লং রোডের বাস, লন্স, ট্রেন, বিনোদন কেন্দ্র গুলোতে ডিসকাউন্টের ব্যব¯’া করা।
৬)) কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের সহায়তা করা। বিবাহ, বিধবা, মাতৃত্বের সময় সহযোগীতা করা।
৭)) প্রতিটি থানায় থানায় একটা করে স্কুল ও একটা করে এতিমখানা, ও মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। (সাংবাদিকদের ছেলে মেয়েরা বিনা বেতনে পড়া লেখার ব্যব¯’া করা।

৮)) সাংবাদিকদের ছেলে মেয়েদের জন্য এলাকা ভিত্তিক কর্মসং¯’ান সৃষ্টি করা। (সাংবাদিকদের পরিবহন, হাউজিং প্রকল্প, মাছের ফিসারি, হাস মুরগির ফার্ম কনজুমার ফেক্টোরী, গার্মেন্স শিল্প, লাইব্রেরি সুপারশপসহ উৎদোত্তা তৈরী করা।)
৯)) সাংবাদিকরা বিপদে পড়লে তাদেরকে আইনগত সহায়তা প্রদান করা। প্রতিটি জেলার জজকোর্ট গুলোতে বিনা টাকায় সাংবাদিকদের মামলা পরিচালনা করা। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ও ফি সহযোগিতা করা।

যারা আবেদন করবেন।
সকল ধরনের সাংবাদিক।
প্রতিটা জেলা থেকে আইনজীবী।
সকল প্রেস ক্লাবের সাংবাদিক।
সকল সাংবাদিক সংগঠন এর সাংবাদিক।
সকল টিভি চ্যানেল এর সাংবাদিক। আবেদন পাঠাবেনঃ মোঃ দেলোয়ার হোসেনপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান।সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। মোবাইলঃ ০১৯২৪৯৫৯২২২ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। পাসপোর্ট সাইজের ছবি, নাম, মিডিয়ার নাম, পদবী, এনআইডি কাডের ফটোকপি , মোবাইল নাম্বার। জেলার নাম। আইনজীবীদেয় জন্যঃ পাসপোর্ট সাইজের ছবি, নাম, আইনজীবী পরিচয় পত্রের কপি, পদবী, এনআইডি কাডের ফটোকপি, মোবাইল নাম্বার।