ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টা উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 31, 2024 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

মামুন কৌশিক,নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায়   উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাদরাসা,বীর মুক্তিযোদ্ধা,  এতিমখানা ও পথচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান এসব কম্বল বিতরণ করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বারহাট্টা উপজেলায় শীতের কম্বল বরাদ্দ এসেছে।সেখান থেকে উপজেলার ৭ টি ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চলছে।এতে সরাসরি অংশ নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।তিনি আরো জানান শীতের তীব্রতা বেশি হওয়া এলাকাগুলোতে রাতের বেলায় ভ্যান চালক,রিক্সা চালক,  এতিমখানার অসহায় শিক্ষার্থী, রেলওয়ে স্ট্রেশনের ছিন্ন মূল মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসব    কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।