ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৩ অপরাহ্ন

গোস্বামীর এক গুচ্ছ ছড়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 22, 2021 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 209 বার

        সংখ‍্যার ছড়া

  এক দুই তিন চার
এসো গুণি বার বার।

     পাঁচ ছয় সাত
এসো গুণি একসাথ।

     আট নয় দশ
গুণবি যদি বস।

২৷
ছয় ঋতুর ছড়া

বৈশাখ জ‍্যৈষ্ঠ গ্ৰীষ্ম ঋতু
বর্ষা আষাঢ় শ্রাবণ।

ভাদ্র আশ্বিন শরৎ ঋতু
হেমন্তে নবান্ন পার্বণ।

কার্তিক অগ্ৰহায়ণ হেমন্ত ঋতু
পৌষ মাঘ শীত।

ফাল্গুন চৈত্র বসন্ত ঋতু
কোকিল গায় গীত।

৩৷
সাত বারের ছড়া

শনিবারে অর্ধ ছুটি
রবিবারে সব বন্ধ।

সোমবারে বিদ‍্যালয় শুরু
মঙ্গলের পর বুধ আসে
বজায় রেখে তার ছন্দ।

বুধের পর বৃহস্পতি আসে
বৃহস্পতির পর শুক্র,
বারের পরে বার আসে যায়
ধারাবাহিক তার চক্র।

৪৷
দশ দিকের ছড়া

পূর্ব দিকে সূর্য উঠে
পশ্চিমে যায় অস্ত।
উত্তরেতে হিমালয় পর্বত
দক্ষিণে সাগর মস্ত।

উত্তর-পূর্ব কোণ মিলে
ঋশাণ দিক হয়
দক্ষিণ-পূর্ব কোণ অগ্নি দিক
সর্ব লোকে কয়।
দক্ষিণ-পশ্চিম কোণ নৈঋত দিক
কম্পাস মতে হয়,
উত্তর-পশ্চিম কোণ বায়ু দিক
জানিও নিশ্চয়।

উদ্ধ মানে আকাশ আর
অধঃ মানে পাতাল,
জেনে নিলাম দশ দিকের নাম
এবার হবো আনন্দে উত্তাল।

৫৷
আ-কারের ছড়া

মা বাবা ভাই
যার আপন নাই
তার নাই ঠাঁই।

মায়া-মমতা
মান-সম্মান
করা যায় না দান।

মাঠ ভরা ধান
চাষা গায় গান।

রাখাল বালক যায়
বাউল গান গায়।

বাউল গান গায়
টাকা পয়সা পায়।

৬৷
কার চিহৃ হীন ছড়া

সৎ যত জন
সরল হয় মন।
দশজন কয়
অসৎ কপট হয়।

অলস অধম হয়
সব জন কয়।

সৎ পথ সরল নয়
সব জন এমন কয়।

৭৷
গৃহপালিত ও বন‍্যপ্রাণীর ছড়া

বাঘ সিংহ মাংস খায়
লোকে বলে বন‍্য।
বিড়াল কুকুর গৃহপালিত
ওরা খায় অন্ন।

গরু ছাগল গৃহপালিত
ওরা খায় ঘাস।
হরিণ গণ্ডার তৃণভোজী
বনে করে বাস।

৮৷
স্মরণে রেখো

কখনো বলো না
মিথ‍্যা কথা,
কখনো মেনো না
কু-প্রথা।

সৎ সঙ্গ হয় যেথা
প্রতি দিন যেও সেথা।

৯৷
কার কি কাজ

নানা অংশে অবয়ব
জানি আমরা সব,
কার কি কাজ বলে যাই।

দুই চোখেতে দর্শন
দুই কানেতে শ্রবণ।
এক নাকেতে গন্ধ পাই।

১০৷
মনে রেখো

শরীর শুদ্ধ হয় স্নানে
মন শান্ত হয় ধ‍্যানে।
চিন্তা দূর হয় গানে
ধন-সম্পদ বাড়ে দানে।