আগ্রাবাদ সিংগাপুর ব্যাংক মার্কেটে HL Shop উদ্বোধন
চট্টগ্রাম প্রতিনিধিঃ বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে HL Shop এর উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য ও করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান। উদ্বোধন শেষে ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন,আমি আশা করি তার ব্যবসা যেন সফল হয়।
তিনি যেন ভালভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। ক্রেতা ও জনসাধারণ যেন উন্নত মানের জিসিনপত্র সরবরাহ ও বিক্রি করতে পারেন। আমি তার ব্যবসায়ীক সফলতা কামনা করি। আজিজুর রহমান বলেন,সিংগাপুর ব্যাংকক মার্কেট চট্টগ্রাম মহানগরের মধ্যে একটি বিশ্বমানের শপিং মল হিসেবে গড়ে তুলা হয়েছে। এখানকার প্রশস্ত শপিং মলে দেশী বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের পণ্য সামগ্রি বিক্রি হয়ে থাকে।
এই সময়ে উপস্থিত ছিলেন HL Shop এর সত্ত্বাধিকার এবং সাবেক এম.ই. এস কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ ইমতিয়াজ মাহমুদ, ওয়েল মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ উদ্দিন, ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন, সিংগাপুর ব্যাংকক মার্কেট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী নেওয়াজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর হোসেন,আলী হোসেন, ব্যাংক কর্মকর্তা এস.এম.মারুফ আশরাফ, ও জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব কাজেমুল হাসান শাহেদ সহ অনেকে।