ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

১৯৭১ নিয়ে পাকিস্তানি সাংবাদিকের অনুশোচনা ভাইরাল বাংলাদেশের ফেসবুক জুড়ে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 9:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 172 বার

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : ৪৯ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই ১৬ই ডিসেম্বর এসেছিল বাংলার স্বাধীনতা । যে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,, বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছেন ,, সেই সোহরাওয়ার্দী উদ্যানে পরাজয় মেনে নিয়ে মাথা নত করে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য অস্ত্র সমর্পণ করেছিল বাঙালি জাতির বীর মুক্তিযোদ্ধাদের কাছে

বাংলাদেশের মহান বিজয় দিবস পালনের কয়েক ঘণ্টা আগে ১৯৭১ মুক্তিযোদ্ধ নিয়ে ফেসবুকে পোস্ট করেন পাকিস্তানের তরুণ জনপ্রিয় সাংবাদিক ,, ফায়াজ,,। জানা গেছে ,তিনি দেশটির দৈনিক এয়িন, কুল সহ রেডিও পাকিস্তানের আরজে হিসেবে কাজ করেছেন ।

পাকিস্তানি এই সাংবাদিকের করা ফেসবুক পোস্টে বাংলাদেশের শিশু মূর্খপাত্র হিসেবে খ্যাত আরিফের এক কমেন্টে ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনীর কাজ গুলোর জন্য দুঃখ প্রকাশ করেন।

যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের শিশু মূর্খপাত্র আরিফ তার ফেসবুকে প্রকাশ করার পর তা দেশের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ভিকারুননিসা স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাবাসসুম লিখেন বিজয় দিবসের আগে অনেক আগেই অনেক আনন্দিত বোধ করছি পাকিস্তানি সাংবাদিকের দুঃখ প্রকাশ দেখে , জয়বাংলা ।
ইডেন কলেজের শিক্ষার্থী বিন্দু তার মন্তব্য লিখেন , এই দুঃখ প্রকাশ শুধু পাকিস্তানের সাংবাদিক করলেই চলবে না । অবশ্যই পাকিস্তানের সরকারের উচিত ১৯৭১ বিষয়ে নিয়ে সারাবিশ্বের সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া । তবুও খুশি , শিশুদের বন্ধু আরিফকে ধন্যবাদ জানাচ্ছি , এক ই সাথে জয়বাংলা।

সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম তার মন্তব্য লিখেন ,চোখ ছলছল করছে পাকিস্তানি সাংবাদিকের অনুশোচনা করা কমেন্টস দেখে । এই অনুশোচনা দ্রুত পাকিস্তানের সরকারের মধ্যে আসুক , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে এই ব্যাপারে যেন বাংলাদেশ সরকার কঠোর পদক্ষেপ নেয়।

সুইডেন প্রবাসী তারেক তার মন্তব্য লিখেন , বিজয়ের আনন্দ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানি সাংবাদিকের অনুশোচনা। ধন্যবাদ আরিফ ভাই কে ও স্যালুট জানাচ্ছি বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিষয়ে তুলে ধরার জন্য , পাকিস্তানি সাংবাদিকেও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি ।

এই ব্যাপারে আরিফ একান্ত সাক্ষাৎকারে বলেন , সেদিন দূরে নয় যেদিন বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপের কারণে পাকিস্তান সারাবিশ্বের সামনে ক্ষমা চাইতে বাধ্য হবে । এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তা পারবেন ইনশাআল্লাহ ।

বাংলাদেশের শিশু অধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ, সেভ দ্যা সিলড্রেনস পদক সহ জাতিসংঘ পোস্টারে স্থান পেয়েছেন আরিফ রহমান শিবলী। শিশুদের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন জাতিসংঘ , ইউরোপীয় ইউনিয়ন , নেদারল্যান্ড সরকার ও কানাডা সরকারের আয়োজিত বিভিন্ন ইভেন্টে।