ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 9:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি -বেসকারি প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় ৪৯ তম মহান বিজয় দিবস পালন করেছে ।

বুধবার (১৬ ডিসেম্বর) জেলাপুলিশ প্রশাসন সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, জাতীয়পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা করেন, এবং সিরাজগঞ্জ শহরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বক্তব্যে রাখেন, পুলিশ হাসিবুল আলম বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ জেলা প্রশাসনে অন্যান্য কর্মকর্তা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি প্রমুখ।

। সকাল ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে, শহীদের বিদেহী আত্মা শান্তি কামনা করে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান। এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, আলহাজ্ব ইসহাক আলী, জেলা মহিলা আওয়ামী সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদিকা অধ্যপিকা হাসনা হেনা প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ উপস্থিত ছিলেন । জেলা বিএনপি আয়োজনে, ইবিরোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোকসজ্জা, সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভা আয়োজনে, শহরের পৌর কনভেনশন হলে পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী সভাপতিত্বে – জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজে বীর মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন । শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।