ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্যামনগরে অবৈধ ডাম্পার গাড়ি আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 12, 2023 - 4:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের প্রধান সড়ক গুলিতে চলমান লাইসেন্স বিহীন ৫টি ডাম্পার গাড়ি আটক পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ মে (শুক্রবার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন। এ সময় তার সাথে ছিলেন শ্যামনগর থানা পুলিশ। প্রায় সময় দেখা যায় পুলিশ কাগজপত্র বিহীন মোটরসাইকেল আটক পূর্বক মামলা প্রদান করেন।

অথচ সম্পূর্ণ অবৈধভাবে লাইসেন্স বিহীন শিশু বাচ্চা দিয়ে ড্রাইভিং করা ও সরকারের কোটি কোটি টাকা খরচ করে রাস্তা ধ্বংসকারী ডাম্পার গাড়ি গুলো কোনদিন আটক করতে দেখা যায় না। সম্প্রীতি শ্যামনগর সাংবাদিক সমাজ অবৈধ ডাম্পার গাড়ি প্রধান সড়কে না চলার জন্য শ্যামনগরে মানববন্ধন পূর্বক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হয়। এরপর শ্যামনগর থানা পুলিশ কতিপয় ডাম্পার ও মিনি ট্রাক আটক করে থানায় নিয়ে যান।

এরপর অজ্ঞাত ও কারণে ছেড়ে দেন। এছাড়া উপজেলা প্রকৌশলীর দেওয়া সাইনবোর্ড লাগিয়ে ডাম্পার ও মিনিট ট্র্যাকগুলো প্রধান সড়কে চলমান অব্যাহত রাখে। বিষয়টি নিয়ে ডাম্পার চালকদের সাথে সাংবাদিকদের কথা হলে তারা জানান, ভাটা মালিকরা আমাদের কাছ থেকে গাড়ি প্রতি 10000 করে টাকা উঠিয়ে উপজেলা প্রশাসন ও থানাক ম্যানেজ করে আমরা চালাচ্ছি।

অথচ এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্য নয় বলে জানান। শ্যামনগর থানা পুলিশ অবৈধ ডাম্পার গাড়ি , আটক অভিযান না করলেও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার অবৈধ ডাম্পার গাড়ি আটক ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করা অব্যাহত রেখেছে। ইহাতে প্রমাণিত হয় উপজেলা প্রশাসনের বিষয়টি সত্য নয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ডাম্পার গাড়ি আটক অভিযান ও ভ্রাম্যমান আদালতের জরিমান অব্যাহত থাকবে।