ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরের ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 12, 2023 - 4:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 270 বার

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর ফাঁসিতে ঝুলে সাফা মারুফা (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।শুক্রবার (১২ মে) পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভাড়া বাসায় বিকাল ৪টার দিকে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাফা মারুফা পৌরসভার ৫ নং ওয়ার্ড (মাজারপার) এলাকার প্রবাসী জাকির হোসেনের মেয়ে।

নিহতের মা ও পরিবারের অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়,বোর ধান সংগ্রহের জন্য ভোর বেলায় দুই সন্তানকে ভাড়া বাসায় রেখে তিনি তাদের গ্রামের বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে (মাজার পার) চলে যান। বিকালে আত্মহত্যার ঘটনা শুনে মা ও অন্যান্য আত্মীয়-স্বজনরা বাসায় এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আরো জানা যায়, ঘটনার আগের দিন ভালোভাবে পড়াশোনার বিষয়ে মা মেয়েকে বোঝানোর চেষ্টা করে। আল আমিন নামে এক মোটরসাইকেল গ্যারেজ শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও জানান তারা। এ বিষয়েও মা নিহত মারুফাকে বোঝায়। এই অভিমান থেকে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন অনেকে।
মারুফার মা কান্নায় ভেঙে পড়ে বলেন আমি আমার মেয়ের লাশ কোন কাটা-ছেঁড়া চাইনা।

নিহত ওই স্কুল ছাত্রীর চাচা রঞ্জু আহমেদ বলেন, আমার ভাতিজি খুবই শান্তশিষ্ট ছিল। কখনো খুব বেশি রাগতোনা। ভালো ছাত্রীও ছিল। বাসায় আমার ভাতিজি ও ছোট্ট ভাতিজা ছাড়া ওই সময় আর কেউ ছিলনা। ঝুলন্ত অবস্থায় ওর পা মাটিতে ঠেকানো ছিল। আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির মূল ঘটনা জানতে চাই।

সখীপুর থানার উপ-পরিদর্শক মো.আব্দুল মতিন বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্ত প্রতিবেদনের পরেই সঠিক বিষয়টি বলা যাবে।