ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রবাসীদের ত্যাগের কারণেই বাংলাদেশ আজ রোল মডেলে : নোয়াখালী পুলিশ সুপার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 14, 2023 - 9:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

সৌদিআরব: প্রবাসীদের ত্যাগের কারণেই বাংলাদেশ আজ রোল মডেলে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম।

গতকাল জেদ্দাস্থ বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সাথে ওমরাহ পালনে আগত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম এর সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় নোয়াখালীর প্রবাসীদের জন্য নন স্টপ প্রবাসী হটলাইন ডেস্ক চালু করে তাদের যে কোন আইনি সহযোগিতায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ সুপার শহিদুল ইসলাম। তিনি বলেন, প্রবাসীরা তাদের কষ্টের টাকা দিয়ে আমার দেশের অর্থনৈতিক চাকাকে চাঙা করছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে হিসেবে আমাদেরও সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়প তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ও সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুলের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর লায়ন্স ইসমাইল হোসেন, ওয়াজিউল্লাহ মিয়া, ইনভেস্টর মামুন, সাংবাদিক মাসুদ সেলিম, এ আর নোমান সহ বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।