ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে জাতির উন্নয়ন সুনিশ্চিত থাকবে -বিশ্বনাথে শফিক চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 4:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ওই সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে।
কারণ শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে জাতির উন্নয়ন সুনিশ্চিত থাকবে। শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা সমাজ থেকে সকল প্রকার অন্ধকার দূর করে, মানুষকে আলোর পথ দেখায়। তাই আমাদের সবাইকে শিক্ষার আরোও ব্যাপক উন্নয়নের সরকারের পাশাপাশি পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (১৯ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে প্রতিষ্ঠানের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফয়জুর রহমান।
বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের বনানী চক্রবর্তী, রোকেয়া বেগম, গোলাম মোস্তফা, আব্দুল সহিদ, মোহাম্মদ শাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সুহাদ উজ্জামান চৌধুরী, সঞ্জিত কুমার সাহা রায়, উম্মে শেফা, মোহাম্মদ রোকনুজ্জামান, লিটন রঞ্জন দে, শাহিন আলম, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুখন, ছাত্রলীগ নেতা আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।