ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 4:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 174 বার
জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  প্রতিযোগিতা ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়। বুধবার(১৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সদনপত্র প্রদান করা হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ প্রণব কুমার সাহা, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত, উপজেলা একাডেমি সুপার সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ শিক্ষক ছাত্রী ও অভিভাবকগর্ণ।
 উল্লেখ্য, প্রতিযোগিতায় চিত্রাংকন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী হন তাসফিয়াহ তাহসীন, দ্বিতীয় শাহজাদী লামিয়া গ্লোরি, তৃতীয় সানিয়া নুরিন। উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী হন শারমিলা আরমিম, দ্বিতীয় তাসনিন জান্নাত, তৃতীয় মাসুদা। কুইজ প্রতিযোগিতা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী হন উম্মে মালিহা, দ্বিতীয় খাতিজা, তৃতীয় দিপান্বিতা বসাক।