ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্সের বার্ষিক বনভোজন সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 4, 2023 - 6:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 242 বার

ফ্রান্সে বসবাসরত জাতীয়তাবাদী পরিবারের হাজারো প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্যারিসের উপকণ্ঠ লাকরনভ পার্কে বনভোজন অনুষ্ঠিত হয়। রবিবার দিনব্যাপী এ আয়োজনে প্রবাসীদের ঢল নামে।

সংগঠনের সভাপতি ইলিয়াছ কাজলের সভাপত্বিতে উপস্থিত সকল প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবির হোসেন পাটওয়ারী।

মধ্যান্নভোজ ,শিশু কিশোরদের খেলাধুলা আপ্যায়ন ও নারী পুরুষদের নিয়ে নানা প্রতিযোগিতা ছিল দিনব্যাপী এ আয়োজনে।

অনুষ্ঠান পরিচালনা করেন খান আলম.ইব্রাহীম তারা.ইছমাইল হোসেন বাবু ও এখলাছ উদ্দিন ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির জ্যৈষ্ঠ সহসভাপতি এইচ এম এ রহিম .সহসভাপতি রুহুল আমিন আবদুল্লা, সহসভাপতি মাহবুবুল আলম রাংগা, যুগ্মসাধারন সম্পাদক রেজাউল করিম রেজা , বি এন পি নেতা আঃ রহিম. আমজাদ হোসেন ( এ জি এস ) .ইকবাল হোসেন আলী.মোর্শেদ আলম. জাহাংগীর আলম মিলন.আমিনুল ইসলাম.মোহাম্মদ মোস্তফা.মোশারফ হোসেন.মোঃ নাসিম আঃ রব রানা. আল আমিন (জি এস ). বাবু .কামরুল হাসান ভুঁইয়া.বোরহান সরকার মির্জ্জা সুমন.পরিচালনায় মোঃ হুমায়ন কবির .খালেদ হোসেন বাবলু.জাহেদ হোসেন জ্যাকি.উপস্হিত ছিলেন শরিফুল ইসলাম.শোহরাব হোসেন.মাসুদ খান.জাকির হোসেন (মামুন) .কিরন .মেহেদীহাসান (রনী).তানভীর .মনজু.ফারুক হোসেন.মোঃ রুবেল.হুমায়ন রশিদ এনাম. মোঃ হাতেম. রুবেল,নাইমুর রশিদ বিপ্লব সহ নেতাকর্মীরা।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে কারাদণ্ডের রায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন আওয়ামী সরকারের ফরমায়েশী রায়ের দৃষ্টান্ত স্থাপিত হলো। বিচার বিভাগের দলীয়করণের এটা আর একটি নিকৃষ্ট নজীর।’