ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে ভেনিস বাংলা স্কুল পরিদর্শন মল্লিক ট্রেডিং করপোরেশন কতৃপক্ষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 10, 2023 - 1:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 147 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :ভেনিসে ঘুরতে এসে ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করেন বাংলাদেশের প্রকৌশলী ও মল্লিক ট্রেডিং করপোরেশনের সি ই ও মিসেস সুইটি মল্লিক এর পক্ষে জনাব,মোহাম্মদ আব্দুল হালিম,হরাইজন ওয়েলফেয়ার অরগানাইজেশান এর সভাপতি ও বংগ বন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব,ডেভিড এ হাওলাদার ও সভাপতি বংগ বন্ধু ফাউন্ডেশনের ভারত কমিটির জনাব,মীর এম এম সামিম।

এ সময় অতিথিদের ফুলের শুভেচ্ছা ও সাগত জানান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, শিক্ষীকা মেহেরুন নেছা মলি ও সুরাইয়া আক্তার। অতিথিরা বলেন ইতালিতে জন্ম নিয়ে বেরে উঠা ছেলে মেয়ে দের মুখে বাংলা ভাষা বলতে শুনে খুবই আনন্দিত ও গর্ভবোধ করছি। বাংলা ভাষার জন্য কত মায়ের বুক খালি হয়ছে ভাষা আন্দোলনে।

ইতালির ভেনিসে বাংলা ভাষা শিক্ষা দিয়ে আসছে ১৮ বছর যাবত ভেনিস বাংলা স্কুল, তাই স্কুল পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান এই মহত কাজের জন্য। অতিথিরা অভিবাবকদের উদ্দেশ্য বলেন প্রবাসে ইতালিয়ান স্কুলের পাশা পাশি বাংলা ভাষা শিক্ষার জন্য আপনাদের আগ্রহ দেখে আমরা আনন্দিত ও গর্ভিত। ভেনিস বাংলা স্কুলে এসে আমাদের মনে হলো আমরা বাংলাদেশের কোন একটা স্কুলে আছি। আমরা আহ্বান জানাই সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের বাংলা স্কুলের সার্বিক সহযোগিতার জন্য।