>
> তিনি বলেছিলেন আর্দশ ও নীতি না থাকলে কখনও নেতা হওয়া যায় না। ত্রখন আমার ? কতজন আপনি পাবেন আর্দশ ও নীতিবান , দুর্নীতিমুক্ত বাংলাদেশে ।যদি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যাবে। এটা নিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশে কয়েকজন দুর্নীতিমুক্ত মানুষ পাবেন ,যেখানে৯৫ % মানুষ দুর্নীতি পরায়ন ।
>
> আমি মনে করি -বেঁচে থাকার জন্য টাকা দরকার আছে এটা ঠিক তবে আমার এক টাকাও হারাম কিংবা অবৈধ টাকার দরকার নেই। আমার শেষ নিশ্বাসের আগেও যেন এক টাকা হারাম খেতে না হয় আল্লাহর কাছে এটাই আমার চাওয়া ।সে যে দলের হোক তাকে ছাড়া উচিত না সরকার বা বিরোধী ।
>
> মানুষের মনের কথা বলেছিলেন শেখ হাসিনা ত্ররা নামজ পড়বে -এখনও তারাই ঘুষ খাবে, দুর্নীতি করবে, সবকিছু করবে। আবার হালাল মাংসও খুঁজবে। এটাই তো ওদের চরিত্র।আমি মনে করি জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন,জীবন আপনার ততই শান্তিময় হবে । আজ যা কিছু নিয়ে অহংকার করছেন, কাল সেটা আপনার কাছে না ও থাকতে পারে, কারণ আপনার নিজের নিঃশ্বাস ও যেকোনো সময় আপনাকে না বলেই চলে যাবে।