ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 12:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 167 বার

নিয়ামতপুর (নওগাঁ ) প্রতিনিধিঃ “ যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই”। বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এই গানের শুরে নওগঁার নিয়ামতপুরেও বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার পরিচালনায় নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে পুম্পস্তাবক অর্পন এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করা হয়।

বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদেই সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার স ালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুবুল আলম, উপজেলা পাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগ জাতীয় শোক দিবস উপলক্ষে আলাদা কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করা হয়। বেলা সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শোক র‍্যালি। র‍্যালি নিয়ামতপুর বহুমুখী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে। বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কোরআন তেলওয়াত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন, উপস্থিত বক্তৃতা, মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত, প্রার্থনা, মিলাদ মাহফিল ও চেক বিতরণ কর্মসচী।

এছা্ড়া উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও নিয়ামতপুর সরকারী কলেজ, চন্দননগর কলেজ, বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে। সর্বশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।