বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়।
মঙ্গলববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর্যালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অফিসার্স ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিষদ প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা জাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায় আলতাব হোসেন।