দারুল ইরফান একাডেমিতে শোক দিবস পালিত
চট্টগ্রাম: চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত দারুল ইরফান একাডেমীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। গতকাল ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার দারুল ইরফান একাডেমি তে দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী , আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ কেফায়েত উল্লাহ।
বক্তব্য রাখেন মাস্টার নুরুস সালাম মোঃ ইউসুফ, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। ড্রয়িং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠান সভাপতি অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহ।