ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 16, 2023 - 10:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 314 বার

মো.লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে ২য় শ্রেণীর ছাত্র মো.হামিম ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের বান ভাসিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হামিম ওই গ্রামের মো. মুছা ইসলামের ছেলে।

পুলিশ জানায়, কয়েকজন বাচ্চা মিলে বৃষ্টিতে ভিজছিল। সে সময় হামিম নামের ছেলেটি পা পিছলে পুকুরে পড়ে যায়। এরপর অন্য বাচ্চাগুলো চিৎকার করলে, পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের নির্দেশনায় শোক সন্তপ্ত পরিবারেকে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করেন উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুশীতল গোবিন্দ দেব।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।