তানোরে কলমা ইউপিতে ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলায় কলমা ইউপিতে ওযার্ড় আওয়ামীলীগের আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (২১শে আগষ্ট) কলমা ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কলমা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫টার দিকে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলামা ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকনুজ্জামান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১তানোর -গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম স্বপন
, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার সুজন,কলমা ইউপির পশ্চিম শাখার সভাপতি মুনসুর রহমান, সাধারন সম্পাদক আতাউর রহমান,
পূর্ব শাখার সভাপতি আঃরহিম,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার,কলমা ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার,কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা,সাধারন সম্পাদক আপেল হোসেন সিনিয়র সহ-সভাপতি আঃবারী প্রমুখ।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।