ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে ২১আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 4:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২১আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো

পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্র্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ কর্মী আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ।

এছাড়াও প্রবীন আওয়ামী লীগ কর্মী হারেজ উদ্দিন, উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান শিং, পৌর ছাত্রলীগের সভাপতি বকুল, কলেজের সভাপতি আরিফ হোসেন, ফতেপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহবুব আলম সজীব, নেজামপুর ইউনিয়ন সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সিফাত, কসবা ইউনিয়ন সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক সজীব সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।