নওগাঁয় ম্যাটস শীক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট
রুবাইত হাসান, স্টাফ করেসপন্ডেন্ট : নওগাঁর পত্নীতলায় চার দফা নিয়ে ম্যাটস শিক্ষার্থীদের সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পত্নীতলা, নওগাঁর সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে নওগাঁর পত্নীতলায় অবস্থিত ম্যাটস শীক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন। তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে
“ইন্টারশীপ বহাল সহ অসংগতিপূর্ন কোর্স কারিকুলাম সংশোধন”, “এল্যাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন”, ” কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ চাই ” ও ” বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
উল্লেখ্য এর পূর্বেও, গত মার্চ মাসে কোর্স কারিকুলাম সংশোধন, ৪ বছরের একাডেমিক কোর্স রেখে সাথে ১ বছরের ইন্টার্নশীপ পুনঃবহাল, উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহবান জানান ওই শিক্ষার্থীরা।ওই সময় তারা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছিলো।