ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 13, 2025 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে এক ব্যক্তিকে ৫০হাজার টাকাঅর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এর নেতৃত্বে আজ বিকেলে মডেল থানার হযরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজ সংলগ্ন ইটাভাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত আইন ২০২৩) ১৫ ধারা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন এবং জনভোগান্তি সৃষ্টির অপরাধে মোঃ মোক্তার হোসেন নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই অভিযান পরিচালনা করার সময় ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে লিপ্ত হইবেন না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।
মোঃ আলমগীর হোসেন