কমলগঞ্জে সাংবাদিকের মামলার সাক্ষিকে হত্যা করে লাশ গুম করার হুমকি
মোঃ ইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সাংবাদিক আব্দুল বাছিত খান এর হত্যা চেষ্টা মামলার ৩নং সাক্ষিকে হত্যার হুমকি ও প্রায় ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ। এব্যপারে গত ২২ আগষ্ট রোজ সোমবার মাননীয় পুলিশ সুপার মৌলভীবাজার বরাবর লিখিত অভিযোগ করেন মামলার সাক্ষী মো: খুরশেদ মিয়া, পিতা: ছমদু মিয়া, সাং: রামচন্দ্রপুর, ১নং রহিমপুর ইউ/পি, থানা: কমলগঞ্জ,জেলা: মৌলভীবাজার।
অভিযোগ সুত্রে জানা যায় গত ১৯/০৮/২০২৩ ইং, রোজ: শনিবার, সময় রাত ১০:৩০ ঘটিকায় দেওড়াছড়া চাবাগানের চানপুর এলাকায় সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার ১নং আসামী আকলিছ মিয়া (৪০), পিতা: তাহির মিয়া, সাং: বিষ্ণপুর,রহিমপুর ইউপি/থানা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার গংরা তাকে গতিরোধ করে। আখলিছ মিয়া নিজেকে আওয়ামীলীগ এর বিভিন্ন পদ পদবী এবং জেলা উপজেলার বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিককে হত্যা চেষ্টা মামলা কমলগঞ্জ থানার মামলা নং ০৭, তারিখ: ১৫/০৮/২২ ইং মোতাবেক জি/আর ১২৫/২০২২ ইং (কমল) মামলার অভিযোগ পত্রের খুরশেদ মিয়া ৩নং সাক্ষী এবং আখলিছ মিয়া ১নং আসামী হওয়াতে উক্ত মামলায় সাক্ষ্য প্রদান না করার সূত্র ধরিয়া বিভিন্ন ষড়যন্ত্র করিয়া আসিতেছে।
সেই ধারাবাহিকতায় বর্ণিত মামলায় তিনি সাক্ষ্য প্রদান না করার নিমিত্তে অর্থাৎ উক্ত মামলায় তিনি কিছুই জানি না বলিয়া বর্ণিত মামলার বিচারিক আদালতে এফিডেভিট দাখিলের নিমিত্তে তাকে চাপ প্রদান করিয়া আসিতেছে। আখলিছ মিয়ার এহেন প্রস্তাবে রাজী না হইলে তাকে খুন করিয়া ফেলার উদ্দেশ্যে আখলিছ মিয়া এবং আবুল মিয়া (৪৮), পিতা: মৃত মোবারক মিয়া, সাং: রামচন্দ্রপুর, ১নং রহিমপুর, ইউ/পি, থানা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে তাকে কালেঙ্গাঁর বাড়ীতে যাওয়ার পথে পূর্ব হইতে ওৎপাতিয়া থাকা আখলিছ গংরা গতিরোধ
করে তাকে ঘেরাও আক্রমন করে তাদের লিখিত এফিডেভিটে স্বাক্ষর প্রদান করার জন্য চাপ প্রয়োগ করলে তিনি অপরাগতা স্বীকার করিলে আখলিছ মিয়া ও আবুল মিয়া গংরা ধারালো অস্র দিয়ে হত্যা চেষ্টা করে মেরে লাশ জঙ্গলে ফেলার পরামর্শ করে। আখিছ মিয়া ও আবুল মিয়া গংরা তার সহিত থাকা
ব্যবসার ২,৭০,০০০/- টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা ছিনাইয়া নিয়ে যায়। তার হাল্লা চিৎকারে লোকজন জড়ো হলে টাকা নিয়ে তারা বলতে থাকে বর্ণিত জি/আর ১২৫/২০২২ ইং (কমল) মামলায় সাক্ষ্য প্রদান করিলে বর্ণিত ভিকটিম সাংবাদিক আব্দুল বাছিত খানের মতো অবস্থায় পরিনত করিবে বলিয়া হুমকি দিয়ে চলিয়া যায়। । তিনি নিরুপায় এবং তার জানমালের নিরাপত্তা হীনতায় থাকিয়া জেলার সর্বোচ্চ প্রশাসকের দ্বারস্থ হওয়া ব্যতীত কোন উপায় না পাইয়া অত্র অভিযোগনামা তিনি দায়ের করেন।