ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় রাস্তার ধারে পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক আলতাফ হোসেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 28, 2023 - 12:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 170 বার

মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ফল ও সবজি হিসেবে পেঁপে এখন বেশ জনপ্রিয়। শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য একসময় বাড়ির আঙিনায় চাষ করা হতো ফলটি। এখন বানিজ্যিকভাবে চাষ করা হচ্ছে।

বানিজ্যিকভাবে পেঁপে চাষে চমক সৃষ্টি করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বাসিন্দা কৃষক আলতাফ হোসেন।

রাস্তার ধারে পরিত্যক্ত জায়গায় জঙ্গল দিয়ে ভরে থাকা জায়গাটিতে পরিষ্কার করে। সারিবদ্ধ পেঁপে গাছ আর গাছে ঝুলে আছে সবুজ পেঁপে।জমিদার নগর থেকে বরলাম বাজার যাওয়ার পথে কাঁচা রাস্তা হওয়ায় পরিত্যক্ত জায়গায় থাইল্যান্ড গ্রীন ল্যাডি জাতের চারা প্রায় ৪ শ পেঁপে গাছ লাগিয়েছেন কৃষক আলতাফ হোসেন।

আলতাফ হোসেন খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের গুলজার রহমানের ছেলে। বাবা ছেলে দুজনেই কৃষক। তারা সকল ধরনের ফসল আবাদ করেন যেমন ধান,গম,ভুট্টা,পাঠ, বেগুন, আদা, পেঁপে মরিচ, পেঁয়াজ রসুন ইত্যাদি।

আজ শনিবার (২৮ আগষ্ট) তিনি তার পেঁপে গাছের প্রথম ধাপে প্রতি গাছ থেকে ৫ থেকে ৭ কেজি করে পেঁপে পেড়েছেন। তিনি গড়ে ১০ মণের বেশি পেঁপে উত্তোলন করেছেন। বাজারে প্রতিমণ পেঁপে তিনি ৭০০থেকে ৮০০ টাকা দরে বিক্রি করেছেন।

কৃষক আলতাফ হোসেন বলেন, আমি ছোট থেকেই বাবার সাথে বিভিন্ন ধরনের চাষ করি। আমি সবসময়ই কৃষি অফিসারের পরামর্শে চাষ আবাদ করি। এবারও নতুন করে পেঁপে চাষ করার কথা বলেন আমাদের কৃষি অফিসার ইয়াসমিন আক্তার মেডাম। আমি রাস্তার পাশে পরিত্যক্ত জায়গা জঙ্গল হওয়ায় আমি পরিষ্কার করে পরীক্ষা করার জন্য রাস্তার ধারে ৪০০শ পেঁপে গাছ লাগাই। আল্লাহ রহমতে গাছে পেঁপে ধরেছে। আমি এখন পর্যন্ত …. মণ বিক্রি করেছি এবং ভালো মানের দামেও পাচ্ছি। আমি আগামীতে আমার চাষ আবাদ জমি ও রাস্তা দুই ধারে বেশি করে পেঁপে চাষ করবো।

এক পথচারী বলেন,আমি এই পথ দিয়ে হাট বাজারে যাওয়া আশা করি৷ কিন্তু রাস্তাটি রোড না হওয়াতে রাস্তার ধারে পরিত্যক্ত জায়গায় জঙ্গল হয়। আলতাফ হোসেন সেই জঙ্গল গুলি পরিষ্কার করে এবার পেঁপে চাষ করেন। কৃষক আলতাফ হোসেন তিনি নিজে অনেক পরিশ্রমিক কৃষক তিনি সবসময় তার চাষ আবাদ জমিতে সময় দিয়ে থাকে। তিনি এবার রাস্তার পাশে কি সুন্দর পেঁপে চাষ করে রাস্তাটি ফুটিয়ে তুলেছে।

উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, আলতাফ হোসেন আমারই কৃষক এ বছরে সাড়ে তিনমাসে গ্রীন ল্যাডি পেঁপে চারা লাগিয়েছিলেন আমাদের কুষি বিভাগ এর পরামর্শে। আপনারা জানেন যে বর্ষার মৌসুমে অন্যান্য সবজি কম থাকায় পেঁপে চাহিদা বাড়ে বিষয়টি মাথায় রেখে পেঁপে আবাদ করেছেন এবং তিনি ইতিমধ্যে বাজারে ভালো মূল্যে বিক্রি করতে পাচ্ছেন।আমরা আশা রাখি পেঁপে চাষ করে ভালো লাভবান হবেন।

আলতাফ হোসেন আদা চাষ করে ২০১৬ সালে দ্বাদশ সিটি ক্ষুদ্র উদ্যোক্তা বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা প্রথম রানার- আপ হয়েছিলেন।