খানসামায় ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মোঃ লায়ন ইসলাম ইসলাম,খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময় স্লোগানে খানসামা উপজেলায় উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা,৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দুইদিন ব্যাপী এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান সরকার।
এরআগে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং মেলায় অংশগ্রহণ কারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯টি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড আশিক আহমেদ,কৃষি অফিসার ইয়াসমিন আক্তার,ওসি নজমুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক সহ ফাউন্ডেশন ট্রেনিংরত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।
গত সোমবার সকালে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে এক বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।