ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে আ.লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 28, 2023 - 12:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : : রাজশাহীর তানোর উপজেলার বাধাঁইড় ইউপির ৯ নম্বরং ওয়ার্ড আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে উপজেলার মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী এবং জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বাধাইড় ইউপির ৯ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুর কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

সভায় উপস্থিত বক্তব্য দেন, তানোর উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মুকুমালা পৌর আ.লীগের সভাপতি আমির হোসেন আমীন, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু ও তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের হোসেন।

উপজেলার বাধাঁইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সহযোগিতা ও তত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, মুন্ডমালা পৌর যুবলীগ সভাপতি আরিফ রায়হান তপন ছাড়াও স্থানীয় আ.লীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।