ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোদাগাড়ীতে র‌্যাব-৫,এর অভিযানে ১কেজি, ১০০ গ্রাম হেরোইন আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 28, 2023 - 12:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক নামক এলাকায় ইং ২৮ আগস্ট ২০২৩ তারিখ ভোর আনুমানিক ৫ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় -১কেজি, ১০০ গ্রাম হেরোইন উদ্ধার ও মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ তহুরুল ইসলাম (২৩), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং-দিয়ারমানিকচক,থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।

র‌্যাব-৫, এর তথ্যে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,এর রাজশাহীর সিপিএসসি,

মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক গ্রাম¯’ এলাকায় মাদকের একটি বড় চালান মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল ইসলাম (২৩), পিতা-মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীতে রেখে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পেরিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল ইসলাম (২৩), পিতা-মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীতে পৌঁছাইয়া বাড়ীর

চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে টিনের গেট খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জনকে হাতে নাতে ঘটনা¯’ল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে বাড়ির পিছনের টিনের গেট ভেঙ্গে উত্তর দিকে জঙ্গলের দিকে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম তার বসতভিটার তিন ফিট মাটির নীচে পোতানো উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।