নাশকতা পরিকল্পনায় তানোরে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী তানোরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ মধ্য রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাতৈল গ্রামের তাহাসেন আলী (৬৫) ও শাহিনুর রহমান ফেন্সি (৪২), কামারগাঁ উত্তরপাড়া গ্রামের সাইদুর রহমান (৫০) ও মাস্টারপাড়ার একরামুল হক গামু (৩৮), বেলঘরিয়া গ্রামের ইমরান খান কটা (৫৩), ফারুখ শেখ (৫১), গোলাম রাব্বানী কোবা (৪২), শাহিনুর ডায়মন্ড (৪৮), আবু সাইদ (২০), জারজিস আলী (৬৩) ও সাফিউল ইসলাম (২১)।
পরে ৪৭ জন বিএনপির নামধারী ও অজ্ঞাতনামা ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে তানোর থানায় নাশকতা ও পরিকল্পনার অভিযোগে মামলা করে এসআই নাজমুল ইসলাম। বিষয়টি বুধবার বিকেলে তানোর থানার ওসি আব্দুর রহিম নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিএনপির হরতালকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র ও সরকারি স্থাপনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন সময় রাতে টহল পুলিশ টের পেয়ে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এদিকে, রোববার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল। তবে তানোরে এর তেমন কোনো প্রভাব পড়েনি। ভারী যানবাহন ছাড়াও সবকিছু চলাচল ছিল স্বাভাবিক। আর দোকানপাট ও অফিসপাড়ায় স্বাভাবিক নিয়মে কাজ করতে দেখা গেছে। এরপরও মানুষের জানমালের নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। #সোহানুল হক পারভেজ রাজশাহী ৩১ অক্টোবর ২০২৩