ঝালকাঠিতে ফিরোজা আমুর ১৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির স্ত্রী ফিরোজা আমুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার রাজাপুর উপজেলা আওয়ামীলীগ প্রধান কার্যালয় আসরবাদ এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড,সন্জিব কুমারবিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ এইচ এম খাইরুল আলম সরফরাজ, সিনিয়র সহ সভাপতি আফরোজা আক্তার লাইজু, সাধারন সম্পাদক মোঃ জিয়া হায়দার খান লিটন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম,সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাইনুল হায়দার নিপু সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এ সময় ফিরোজা আমুর বিদেহি আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নিজ এলাকা ঝালকাঠিতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করে।