ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 1, 2023 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

মো.লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে যুব র‍্যালি,আলোচনা ও সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

১ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি যুব র‍্যালি বের হয়ে খানসামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠানে ইউএনও মো.তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, যুব উন্নয়ন কর্মকতা আবুল কালাম আজাদ,খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,সহকারী যুব উন্নয়ন কর্মকতা আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের দপ্তরের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন।