ইতালির ভেনিস শাখা আওয়ামীলীগের সম্মেলন
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :আগামী ১১ ই নভেম্বর ইতালির ভেনিস শাখা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার প্রচারনা ও প্রার্থীতা ঘোষনা চলছে । সম্মেলনকে কেন্দ্র করে নির্বাচনের আমেজ বইছে ভেনিস শহরে। ভেনিস আওয়ামীলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের প্রচার ও সভা করেছেন রফিকুল ইসলাম ছৈয়াল । ভেনিসের মেস্রের ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজন করা হয় সভা।
বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর রব এর সভাপতিত্বে ও মোস্তফা ছৈয়াল কালু র পরিচালনায় প্রার্থীতা ঘোষণা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগ নেতা লাল মিয়া মনির, লিটন ঢালী যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন , মোক্তার মোল্লা , সাহাদাদ হোসেন, দেলোয়ার হোসেন,
মহসিন হোসেন , আজিম মুন্সী সদস্য আহবায়ক কমিটি , সারোয়ার হোসেন , স্বপন ঢালী,
জাফর কাজী, লিটন মল্লিক,
আরো উপস্থিত ছিলেন আবুল কাশম চৌকিদার , আনোয়ার বেপারী, সেকান্দার শেখ,
বাহাদুর ছৈয়ালহান্নান হাওলাদার জুয়েল ফকির, মুরাদ ঢালী, মামুন খালাসী,সুমন বেপারী,
জান্নাত ঢালী, ফরিদ মুন্সী,
আকাশ মাদবর, প্রমূখ । সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয় ।